শ্বশুর আলয় কি আসলেই মধুর আলয়? যারা শ্বশুর আলয়ে থাকেন তারাই এই উত্তর ভালো দিতে পারার কথা। আমাদের সমাজে যারা কেউ ঘরজামাই হিসেবে শশুরবাড়িতে থেকে যায়, সেটা আমরা ভালো চোখে দেখি না। কিন্তু সব মেয়ে তার শশুর বাড়িতে গিয়ে থাকে। আবার কোনো মেয়ে যদি শশুরবাড়িতে না থাকে সেটা আবার অনেকেই ভালো চোখে দেখে না। এ বিষয়টি আসলে ভেঙে দেয়া উচিত। ‘শ্বশুর আলয় মধুর আলয়’ নাটকটি এক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে। নাটকটিতে একটা মজার শশুড়বাড়িকে দেখানো হয়েছে। যে শশুড়বাড়িকে আসলেই মনে হয় মধুরবাড়ি।<br /><br />নাটকে শাশুড়ি হিসেবে দেখা যাবে দিলারা জামানকে, যিনি পরিবারের সবাইকে খুব নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন।<br /><br />নাটকটিতে আরও অভিনয় করেছেন, শহিদুজ্জামান সেলিম, মৌটুসি বিশ্বাস, নওশিন, হিল্লোল, অর্পনা, রাহুল, প্রভা, শ্যামল মাওলা, নিশোসহ আরও অনেকে।<br /><br />Episode: 01